জেলা রেজিস্ট্রার,নারায়ণগঞ্জ কার্যালয়ের পরিচিতি
১৯৮৯ সাল : নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রারের কার্যালয় স্থাপিত হয়।
২০১৮ সাল : ৩০ অক্টোবর ২০১৮ তারিখ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক নবনির্মিত ভবনটি শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য ঢাকা, চট্টগ্রাম এর পর এটি তৃতীয় রেজিস্ট্রেশন কমপ্লেক্স। এ কার্যালয়ের মাধ্যমে অধীনস্থ বিভিন্ন উপজেলার রেকর্ড সংরক্ষণ, সরবরাহ, রেজিস্ট্রেশন ও প্রশাসণিক কার্য্ক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলার রেজিস্ট্রেশন বিভাগের ভৌত অবকাঠামো
ক্রমিক নং |
অফিসের নাম |
অফিসের বর্তমান অবস্থা |
মন্তব্য |
১ |
জেলা রেজিস্ট্রার এর কার্যালয় |
নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স, নারায়ণগঞ্জ। |
৩০ অক্টোবর ২০১৮ তারিখ আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আনিসুল হক নবনির্মিত ভবনটি শুভ উদ্বোধন করেন। |
২ |
জেলা সদর মহাফেজখানা |
ঐ |
|
৩ |
সদর সাব-রেজিস্ট্রার অফিস |
ঐ |
|
৪ |
সাব-রেজিস্ট্রার অফিস ফতুল্লা |
ঐ |
|
৫ |
সাব-রেজিস্ট্রার অফিস রূপগঞ্জ |
নিজস্ব ভবন |
|
৬ |
সাব-রেজিস্ট্রার অফিস রূপগঞ্জ পূর্ব |
নিজস্ব ভবন |
|
৭ |
সাব-রেজিস্ট্রার অফিস বন্দর |
ভাড়াটিয়া ভবন |
|
৮ |
সাব-রেজিস্ট্রার অফিস বৈদ্যেরবাজার |
ভাড়াটিয়া ভবন |
|
৯ |
সাব-রেজিস্ট্রার অফিস আড়াইহাজার |
আদালত ভবন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস